smriti bengali news
Highlights

  • বাচ্চাদের মোদীকে হত্যার স্লোগান শেখানো হচ্ছে
  • শাহিনবাগ প্রসঙ্গে বললেন স্মৃতি ইরানি
  • ১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগের বিক্ষোভ চলছে

 

মহানগর ওয়েবডেস্ক: পাকিস্তানে নির্যাতিত অমুসলিমরা ভারতে এসে ঠাঁই পাবে৷ সিএএ-র হয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ লখনউতে হিন্দুস্তান সমাগম এর অনুষ্ঠানে ইরানি বলেন, এমনও ঘটনা আছে, যেখানে শিখ ও হিন্দু মেয়েদের ধর্ষণ করে তাঁদের ধর্ষিতার সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়৷ এই সমস্ত মানুষরা ভারতে আশ্রয় চান৷ আমি গর্বিত এই আইন সেইসব মানুষদের উদ্বাস্তু হিসেবে ভারতে আশ্রয় দিচ্ছে৷ শাহিনবাগে মহিলারা প্রতিবাদে শামিল৷ এই নিয়ে স্মৃতি ইরানিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব নয়, কারণ সেখানে এক উন্মত্ত পরিবেশ৷

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বাচ্চাদের মোদীকে হত্যার স্লোগান শেখানো হচ্ছে৷ মানুষ যখন বলছেন, ভারত টুকরো হবে৷ তখন কী বলার আছে? তাঁর প্রশ্ন, প্রতিবাদীরা তাঁদের বাচ্চাদের ঘটনাস্থলে আনবেন কেন? এটা খুব আশ্চর্যের যখন মায়েরা তাঁদের ৪ মাসের বাচ্চাকে প্রতিবাদস্থলে নিয়ে আসছেন৷ তিনি আরও বলেন, প্রতিবাদীরা প্রতিবাদ দেখাতেই পারেন৷ কংগ্রেস নেতা সালমন খুরশিদের মতো নেতার এই আন্দোলনকে সমর্থন করার সমালোচনা করেন ইরান৷

তাঁর প্রশ্ন, তিনি কাশ্মীরি পণ্ডিতদের প্রতি দরদ দেখাননি কেন? সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি বলেন, ভারসাম্য রাখা হয়েছে আদালতের রায়ে৷ আদালত বলেছে, গণতন্ত্রে মানুষের প্রতিবাদ দেখানোর অধিকার আছে৷ তবে রাস্তা বন্ধ রেখে প্রতিবাদ দেখানো যায় না৷ আদালত ৩ জন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে৷ শাহিনবাগের সমাধানসূত্র বের করতে উদ্যোগ৷ বৃহস্পতি ও শুক্রবার দুই দফায় কথা হলেও কোনও সমাধানসূত্র বরোয়নি৷

১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগের বিক্ষোভ চলছে৷ সিএএ-র প্রতিবাদে তাঁরা একটানা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন৷ নয়ডা ও দিল্লির সংযোগকারী রাস্তা আটকে বিক্ষোভ চলছে৷ হাজার হাজার পথচারীর অসুবিধা হচ্ছে৷ এভাবে রাস্তা আটকানো যায় না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here