নিজস্ব প্রতিবেদক,বর্ধমান: বিধবা এক গৃহবধু কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি থানার মালিহা গ্রাম। মৃত গৃহবধুর নাম পদ্ম মাল (৩৪)। মৃতের বাবা সিমাই মাল অভিযোগ করেছেন, প্রায় ৩ বছর আগে স্বামী কালীচরণ মাল মারা যাওয়ার পর পদ্ম মাল দুই সন্তানকে নিয়ে তার কাছে ফেরত চলে আসে এবং এখানেই থাকতে শুরু করে। কিন্তু গ্রামেরই যুবক গোপাল মাল প্রায়ই তাঁকে উত্যক্ত করতে শুরু করে।
রাস্তাঘাটে বের হলে সেখানেও তাঁকে নানাভাবে উত্যক্ত করা, কুপ্রস্তাব দিতে থাকে। কিন্তু তাতে কান না দেওয়ায়,গত ২০ মে রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ পদ্ম যখন বাড়িতে একাই টিভি দেখছিল, সেই সময় আচমকাই তাঁর ঘরে ঢোকে গোপাল। তারপরই পদ্মর গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্ত গোপাল। পদ্মর আর্ত চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসেন। এলাকার মানুষজন তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার ভোরে পদ্মর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত গোপাল মালের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।