ডেস্ক: একজন ক্রিকেট মাঠে দাদাগিরি দেখাতে ওস্তাদ, তো আরেকজন সিলভার স্ক্রিনের বাদশা। আইপিএলের শুরুটা একে অপরের কাঁধে কাঁধ রেখে করলেও চার বছরের মধ্যেই রাস্তা আলাদা হয়ে যায় দুজনের। নিজের শহরের টিম থেকেই বাদ পড়েন সৌরভ গাঙ্গুলি। কিন্তু তারপর পুণে ওয়ারিওর্সের হয়ে অপমানের বদলা নিতে কলকাতার ইডেনে ফিরেছিলেন তিনি। সেবারও দুইভাগে ভাগ হয়ে গিয়েছিল গ্যালারি। কিন্তু ঘরের মাঠে জেতা হয়নি দাদার।
আজ ফের একবার নিজের শহরে, নিজের মাঠে ফিরতে চলেছেন তিনি। ফের একবার তাঁর বিপক্ষে ‘বাদশা’ শাহরুখ খান। তবে এবার আর খেলোয়াড় নন তিনি। তিনি দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা। বাইশ গজের বাইরে থেকেই আজ ইডেন জয় করতে মরিয়া প্রিন্স অফ ক্যালকাটা।
অন্যদিকে, এবারের আইপিএলের শুরুটা খুব ভালো করেছিল কলকাতা। ঘরের মাঠে পরপর দুই ম্যাচে যেতে কেকেআর। কিন্তু তৃতীয় ম্যাচেই দিল্লিতে গিয়ে সুপার ওভারে ম্যাচ হেরে বসে তারা। ফলে আজ ইডেনে হোম ক্রাউডের সামনে বদলার ম্যাচ কার্তিক, নারিনদের।
উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে এক নজির গড়ার সামনে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স। আজ যদি দিল্লির বিরুদ্ধে জিততে পারে দল তাহলে বিশ্বের পঞ্চম ও আইপিএলের ইতিহাসে তৃতীয় দল হিসেবে ১০০ ম্যাচ জেতার নজির গড়বে কলকাতা। এর আগে শুধুমাত্র মিডলসেক্স (১১২), মুম্বই ইন্ডিয়ান্স (১১২), চেন্নাই সুপার কিংস (১১০), নটিংহ্যামশায়ার (১০৩), ওয়ারউইকশায়ার (১০১) একশোর বেশি টি-২০ ম্যাচ জিতেছে।
এক্ষেত্রে নাইটদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে ইডেনের পিচে দিল্লির ভয়ানক ট্র্যাক রেকর্ড। ঘরের মাঠে দিল্লির কাছে এখনও পর্যন্ত একবারই হেরেছে কেকেআর। জিতেছে সাতবার। সার্বিকভাবে দুই দলের ২৩ ম্যাচের মধ্যে ১৩-৯ ব্যবধানে এগিয়ে নাইট বাহিনী। ছন্দে আছে ক্রিস লিন, নারিন, রানা, রাসেলরা। প্রথম তিন ম্যাচে বোলাররা মার খেলেও বাকি দুই ম্যাচে মোটের উপর ভালোই বল করেছেন বোলাররাও। ইডেনের পিচও এখন যথেষ্ট প্রান্তবন্ত। একমাত্র চিন্তা কালবৈশাখী। শুক্রবার সন্ধ্যায় ঝড়-জলের পূর্বাভাস শুনিয়েছে যে হাওয়া অফিস।