kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: মাত্র দিন দুয়েক আগের ঘটনা। হঠাৎ করেই বিরাট কোহলির একটি টুইট, আর তাতেই জল্পনা ছড়ায় হয়তো এবার অবসর ঘোষণা করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই জল্পনার ফলে দেশ জুড়ে কী অবস্থা তৈরি হয়েছিল, তা সকলেই জানেন। শেষমেশ নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে জানাতে হয়েছিল সবই গুজব। ধোনি অবসর নিচ্ছেন না। সেই ইস্যুতে এবার মুখ খুললেন বিরাট নিজে। জানালেন, তিনি আগু-পিছু না ভেবেই টুইট করেছিলেন। তা যে এমন পরিণতি নেবে, তা তিনি আন্দাজই করেননি।

বৃহস্পতিবার মাহির সঙ্গে একটি ছবি টুইট করেন ভিকে। ছবিটি ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের, মোহালিতে তোলা। তাতে দেখা যায় ধোনিকে হাঁটু গেড়ে প্রণাম করছেন কোহলি। সঙ্গে তিনি লেখেন, ‘এই খেলাটি কখনও ভুলব না। স্পেশাল রাত ছিল সেটা। এই লোকটি আমায় এমন দৌড় করান, যেন মনে হচ্ছিল আমি ফিটনেস টেস্ট দিচ্ছি।’

এরপরেই সকলে ধরে নেয় ধোনি হয়তো অবসর নিচ্ছেন। তাই কোহলির এমন টুইট। শনিবার সেই নিয়ে অবশ্য সাফাই দেন বিরাট। তিনি বলেন,

‘আমি কিছু ভেবে ওইদিন টুইট করিনি। এমনি বাড়িতে ছিলাম। ওই ছবিটা কিছু না ভেবেই টুইট করেছিলাম। ভাবিনি ওইরকম কাণ্ড হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে এটা একটা বড় শিক্ষা। বুঝলাম, আমি যেভাবে কোনও কিছু ভাবছি, সারা দুনিয়া সেইভাবে নাও ভাবতে পারে। মাহি ভাইয়ের অবসর নিয়ে কোনও চিন্তাও আমার মাথায় আসেনি।’

মোহালির সেই ম্যাচ প্রসঙ্গে কোহলি জানান, ‘ওই ম্যাচটা আমার এখনও মনে আছে। আমি এর আগে ওই ম্যাচটি নিয়ে কখনও সেইভাবে কথা বলিনি। তাই ওই পোস্টটি করি। কিন্তু সেটাই সকলে অন্যভাবে নিয়ে নেয়।’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here