মহানগর ওয়েবডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে একের পর এক নজির গড়েই চলেছেন বিরাট কোহলি। তা সত্ত্বেও ক্যাপ্টেন বিরাটের উপর খুব একটা আস্থা দেখাতে পারছেন না প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তাঁর মতে ভারতীয় দলে রোহিত শর্মা বা মহেন্দ্র সিং ধোনির মতো খেলোয়াড় আছে বলেই ক্যাপ্টেন কোহলি এত সফলতা পাচ্ছেন। তার মতে আইপিএলের মতো টুর্নামেন্টেই কোনও অধিনায়কের আসল ক্ষমতা প্রকাশ পায়।
এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গম্ভীর বলেন, ‘কোহলিকে এখনও অনেক দূর যেতে হবে। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ভারতীয় দলকে অনেক সফলতা এনে দিচ্ছে। কিন্তু আমার মতে সেটা সম্ভব হচ্ছে দলে রোহিত বা ধোনির মতো খেলোয়াড় আছে বলেই। ক্যাপ্টেন হিসেবে আপনি কতটা ধুরন্ধর সেটা প্রমাণ হয় একমাত্র আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই। সেখানে আপনার পাশে কেউ থাকবে না। মুম্বইয়ের হয়ে রোহিত বা চেন্নাইয়ের হয়ে ধোনি কিন্তু সেদিক থেকে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে, যেটা বেঙ্গালুরুর হয়ে কোহলি পারেনি। এই নিয়ে ঢাক গুরগুড়ের কোনও মানে নেই।’
এর পাশাপাশি ভারতীয় টেস্ট দলে রোহিতকে ওপেন করার সুযোগ দেওয়ার পক্ষেও জোরালো সওয়াল করেন ক্রিকেটার থেকে রাজনীতিক হয়ে যাওয়া এই দিল্লি ব্যাটসম্যান। ‘লোকেশ রাহুলকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। এবার রোহিতকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া উচিত। রোহিতকে যদি দলে নেওয়া হয়, তাহলে অবশ্যই ওকে প্রথম এগারোর সুযোগ দিতেই হবে। রিজার্ভ বেঞ্চে বসে থাকার মতো খেলোয়াড় রোহিত নয়’, বলেন বাঁহাতি এই প্রাক্তন ওপেনার।
এছাড়া ওই অনুষ্ঠানে নিজের ক্রিকেট জীবনের স্মৃতিচারণাও করেন গম্ভীর। তিনি জানান, ‘২০০৭ সালে অনেক আশা করেছিলাম একদিনের বিশ্বকাপ দলে সুযোগ পাব। কিন্তু আমায় দলে রাখা হয়নি। খুব ভেঙে পড়েছিলাম সেই সময়। মনে হতো ক্রিকেট খেলাই ছেড়ে দিই। কিন্তু সেই বছর পরের দিকে প্রথম টি-২০ বিশ্বকাপ দলে ডাক পাই। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শুন্য রানে আউট হয়েছিলাম। তারপরেও কিন্তু ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলাম আর বিশ্বকাপও জিতেছিলাম।’