নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করনো প্রবেশ করেছে কলকাতায়। এই অবস্থায় পার্কসার্কাসের আন্দোলনকারীদের উঠে যাওয়ার জন্য আপিল করলেন পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। অন্তত দুই সপ্তাহের জন্য এই আন্দোলন বন্ধ করার জন্য অনুরোধ করেন তিনি। যদিও এই আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন আছে বলেই এদিন জানান মেয়র। তবে আন্দোলন তোলার জন্য কোনও রকম জোর করা হবে না, একথা ও স্পষ্ট করে দেন মেয়র।
এনআরসি, এনপিআর এর বিরোধিতা করে আন্দোলন চলছে পার্কসার্কাসে। এই আন্দোলন শুরু হয়েছে গত বছরের ডিসেম্বরে। এদিকে কলকাতায় করোনা রোধে ইতিমধ্যেই জমায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এই অবস্থায় পার্কসার্কাসের আন্দোলনকারীদের জমায়েত থেকে ভাইরাস ছড়ানোর ভয়ে থেকেই যায়। এদিন এবিষয়ে নাম না করে পার্কসার্কাসের আন্দোলনকারীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব। কিন্তু আমরা লড়াই করছি মানুষের জন্য। মানুষের সম্মানের জন্য। মানুষের অধিকারের জন্য। কিন্তু সেই মানুষই যদি না থাকে, যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে লড়াইটা আর কার জন্য। ওই লড়াইটা ঠিক আছে, কিন্তু এখন অন্তত দুই সপ্তাহের জন্য বাঁচানোর কথা ভেবে আন্দোলন বন্ধ করার অনুরোধ করবো।’
করোনা সম্পর্কে সচেতন করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘জীবনঘাতী রোগ আমাদের মধ্যে এসে গিয়েছে। এটা মাস ট্রানজেকশন হবে। মানুষকে বাঁচানোটাই এখন সব থেকে বড় আন্দোলন। কিন্তু আমরা এটা থেকে সরে যাব না। আমরা এই আন্দোলন করবো। আমরা এনপিআর, এনআরসি এবং সি এ এ-র বিরুদ্ধে লড়ব। কিন্তু মানুষকে বাঁচান। ওটাই এখন সবচেয়ে বড় আন্দোলন আমাদের কাছে। সবাইকে এগিয়ে আসতে হবে। তার জন্য অন্তত দুই সপ্তাহের জন্য বাঁচানোর কথা ভেবে আন্দোলন বন্ধ করুন। তবে আমরা কারুর উপর জোড় করছি না। এটা গণতান্ত্রিক দেশ। আমরা আপিল করতে পারি। কাউকে জোর করতে পারি না।’