নিজস্ব প্রতিবেদক: রাতের অন্ধকারে শহর কলকাতায় এটিএম ভাঙচুর করে লুটপাটের চেষ্টা চালালো এক দুষ্কৃতী। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ সার্কুলার রোডে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত তিনটে নাগাদ বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের প্রাচীর লাগোয়া একটি সরকারি ব্যাংকের এটিএমে মদ্যপ অবস্থায় হামলা চালায় বছর কুড়ির এক যুবক। পুলিশ সূত্রে খবর, ওই দুষ্কৃতি শীতের পোশাক পড়ে এটিএমে ঢুকে মেশিনের সামনের অংশ ভাঙচুর চালিয়ে বেশকিছু বৈদ্যুতিন তার ছিড়ে ফেলে। এটিএম থেকে টাকা লুটের আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় ওই মদ্যপ যুবক। এরপরই রণে ভঙ্গ দেয় দুষ্কৃতী। মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালীগঞ্জ থানার পুলিশ। তদন্তে নেমে খতিয়ে দেখা হয় ওই সরকারি ব্যাঙ্কের এটিএমের সিসিটিভি ফুটেজ। পুলিশ সূত্রে খবর, সংগ্রহ করা এটিএমের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা হয় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীকে। এরপর দিনভর এলাকার আনাচে-কানাচে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার দুপুরে কলকাতার বেলতলা রোড এলাকা থেকে সুকান্ত গায়েন নামে বছর কুড়ির এক যুবককে আটক করে বালিগঞ্জ থানার পুলিশ। পুলিশের প্রাথমিক জেরায় ওই যুবক নিজের অপরাধ স্বীকার করেছে বলে সূত্রের খবর। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত সুকান্ত গায়েন ওই বেলতলা রোডের পেয়ারাবাগান এলাকারই স্থানীয় বাসিন্দা। তবে অতীতে তার কোনো অপরাধের ইতিহাস আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সে অন্য কোনও গ্যাং এর সাথে যুক্ত কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতকে আগামীকাল আদালতে পেশ করে পুলিশি হেফাজত চাওয়া হতে পারে।