নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। চাকরিতে যোগ দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের সার্জেন্ট রাকেশ কুন্ডুর (33)। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ বনগাঁ রাজ্য সড়কে চুয়াডাঙ্গায়।
সূত্রের খবর,নদিয়ার গাংনাপুর থানার শিবতলা এলাকার বাসিন্দা রাকেশ কুন্ডু গত তিন বছর আগে প্রাইমারি স্কুলের চাকরী ছেড়ে কলকাতা পুলিশের সার্জেন্ট পদে যোগ দেন। পরিবার সূত্রে খবর, প্রত্যেক দিনের মতন বৃহস্পতিবারও চাকরিতে যোগদিতে ট্রেন ধরার জন্য মোটরবাইকে করে চাকদহ রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন রাকেশ বাবু। অভিযোগ,পথে চাকদহ থানার চুয়াডাঙ্গা এলাকায় চাকদহ বনগাঁ রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে অসতর্কতা বসত ধাক্কা মারলে গুরুতর জখম হন রাকেশ বাবু। দুর্ঘটনায় চোট লাগে রাকেশ বাবুর মুখে ও মাথায়।
পরে স্থানীয় মানুষের চেষ্টায় তাকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গাংনাপুরে রাকেশ বাবুর বাড়ী ও পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত রাকেশ বাবুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চাকদহ থানার পুলিশ।