ডেস্ক: কৃষ্টি ক্রিয়েশানের পক্ষ থেকে আগাম নববর্ষ পালন করা হল গানের মাধ্যমে। গত ৩১ শে মার্চ শিশির মঞ্চে অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি অ্যালবাম রিলিজ করেন জয়তী চক্রবর্তী। ‘রবির গান ও নিবেদিতা’ নামে অ্যালবম প্রকাশ করা হয় সেই দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক রাজা সেন,কল্যান সেন বরাট,প্রবীন সঙ্গীত শিল্পী প্রতাপ রায়,স্বেতা গুপ্তা এবং আরও অনেকে। গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে
জয়ীতা চক্রবর্তী জানিয়েছেন ”আমি একটু চিন্তিত ছিলাম। কারন আমি যখন শুনলাম আমায় নিবেদিতা হিসাবে প্রতিস্থাপন করা হচ্ছে এখানে। এই ব্যাপারে আমায় সাহায্যে করেছেন দেবেশ ঠাকুর। তিনি পুরো ব্যাপারটা পড়াশুনা করে আমায় সাহায্যে করেছেন।” গানে সন্ধ্যায় উপস্থিত ছিলেন মোনিকা ঠাকুর,নন্দিনী সেনগুপ্ত,মিতালি জোয়ারদার,ভাস্বর মুখার্জী,জয়তী সেনগুপ্ত। আর কবিতায় কন্ঠ দিয়েছেন সিঞ্চিতা বিশ্বাস,সোনালি, সঞ্চিতা কবিরাজ উপস্থিত ছিলেন।