Latest NewsTop Newsমহানগর পুজো গাইড ২০১৯ মহানগর পুজো গাইড ২০১৯: কুমোরটুলি পার্ক October 4, 2019 0 Facebook Twitter Pinterest WhatsApp থিম- ভিন গ্রহের প্রাণীদের মর্ত্যে আগমন। পুরো মন্ডপ সাজানো হয়েছে স্পেস শিপের আদলে। সেই স্পেস শিপে করে বাইরের গ্রহের প্রাণীরা কলকাতাতে মা দুর্গাকে দেখতে এসেছেন। রুট- শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে লালমন্দিরের পাশ দিয়ে কুমোরটুলির দিকে হাঁটা পথ।