নিজস্ব প্রতিবেদক, হাওড়া: শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার সাঁকরাইলের মানিকপুর ডেল্টা জুট মিলে। শ্রমিকের আস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি অন্যান্য শ্রমিকদের। জানা গিয়েছে মৃত শ্রমিক সুভাষ রায় (৪০), ৬ দিন নিখোঁজ থাকার পর মিলের ভেতর থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। শ্রমিকদের দাবি খুন করা হয়েছে সুভাষকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় মিলে নামানো হয় র্যাফ।
উল্লেখ্য, বেশ কিছু দাবিদাওয়া নিয়ে মিল গেটের সামনে বিক্ষোভ ও অনশন করছেন কয়েকশো শ্রমিক। অভিযোগ, প্রতিবাদে সামিল হওয়ার কারণেই শ্রমিকের এমন পরিণতি। মিলের মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পিএফ, গ্র্যাচ্যুইটি, ই এস আই পাননি হাওড়া সাঁকরাইলের মানিকপুর ডেল্টা জুটমিলের শ্রমিকরা। প্রতিবাদে আমরণ অনশনে শুরু করেন এখানকার শ্রমিকরা। অভিযোগ, হাওড়ার সাঁকরাইলের মানিকপুরের ডেল্টা জুট মিল কতৃপক্ষ প্রায় দু’ দশক ধরে শ্রমিকদের পিএফ, গ্রাটুইটি, ইএসআই এর বকেয়া টাকা দিচ্ছে না। এই নিয়ে প্রতিবাদ জানানোর কারণে কুড়ি জন শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করে মালিক পক্ষ। আরও অভিযোগ, অন্যায়ভাবে এদের বরখাস্ত করে শ্রমিকদের নায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদে মিল গেটের সামনেই শুরু হয় আমরণ অনশন। মিল থেকে অবসর নেওয়া শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পর্যন্ত পাচ্ছেন না বলে দাবি করেছেন। শুধু তাই নয় ইএস আই এর টাকা শ্রমিকদের থেকে কাটা হলেও সেই টাকা জমা দেওয়া হচ্ছে না বলেও জানায় শ্রমিকরা। তাদের আন্দোলন ও আন্দোলনকারী এক শ্রমিকের এই অবস্থার জন্য মালিক পক্ষকে দায়ী করে উপযুক্ত তদন্ত চান শ্রমিকরা।