ডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল বিহার। নীতীশের রাজ্যে কিউল স্টেশনে শনিবার সকালে বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে লক্ষ্মীসরাই-মৌর্য এক্সপ্রেসে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত ২ ব্যক্তি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের জেরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে স্টেশন চত্বরে।
বিস্ফোরণের খবর পেয়েই স্পেশাল টাস্কফোর্সের দলকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর নাগাদ কিউল স্টেশনের কাছে পৌঁছানোর পথে আচমকা বিকট বিস্ফোরণ ঘটে রেল ট্র্যাকে। বিস্ফোরণে প্রায় রেলের দশ ফুট ট্র্যাক ভেঙে কামরার মধ্যে ঢুকে যায়।
এই ঘটনায় নাশকতার ছক উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ওই এলাকার নকশালরা বনধের ডাক দিয়েছিল। আবার যেই ট্র্যাক দিয়ে ট্রেনটি যাচ্ছিল তার সঙ্গে বিস্ফোরণ হয়ে ট্রেনের কামরায় ঢুকে যাওয়া ট্র্যাকের কোনও মিল পাওয়া যায়নি। ফলে নকশাল হামলার সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে।