মহানগর ডেস্ক: নীল-সাদা নবান্নের সিঁড়ি হবে না লাল পার্টি৷ ভোটের ফলাফল ত্রিশঙ্কু হলেও তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় যেতে সমর্থন করবে না বামফ্রন্ট৷ আজ বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে একথা সাফ জানিয়ে দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, ভোটের ফলাফল প্রকাশ হলে যদি দেখা যায় ঘাসফুল কিংবা পদ্মফুল শিবির কেউই সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তৃণমূল এবং বিজেপি জোট করে বিজেমূল সরকার গঠন করতে পারে৷ তাই মানুষের কাছে বামেদের আহ্বান হল, তৃণমূল এবং বিজেপি কেউই যেন সরকার গড়ার মতো ম্যাজিক ফিগার ছুঁতে না পারে৷ কারণ এরা একই মুদ্রার দুই পিঠ বলে তোপ দাগেন সূর্য মিশ্র৷ এও বলেন, পরিস্থিতি তেমন হলে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে সমান দূরত্ব বজায় রাখবে বামেরা৷
উল্লেখ্য, গতবার সূর্যকান্তকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরেই বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল সিপিএম তথা বামফ্রন্ট৷ এবার তারা কংগ্রেস এবং নতুন দল আইএসএফকে সঙ্গে নিয়ে জোট করে লড়ছে৷ এদিকে গতকাল বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, এবার সংযুক্ত মোর্চা সরকার গড়তে চলেছে৷ তখন মমতা যিদ মনে করে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, তাহলে তিনি আমাদের হাত ধরতে পারেন৷ কিন্তু আমরা তাঁকে সঙ্গে নেব কিনা ভেবে দেখব৷
সূর্য মিশ্রের কথায়, মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছিলেন, তাঁদের যুদ্ধ বিজেপির বিরুদ্ধে, আরএসএস-এর বিরুদ্ধে নয়৷ মিশ্র এও বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে বিজেপি-আরএসএসও এ রাজ্যে বিস্তারলাভ করতে শুরু করেছে৷ সুতরাং আজকে যে তৃণমূলের ঘাড়ে বিজেপি নিঃশ্বাস ফেলছে, তার জন্য মমতাই দায়ী৷ তারাই খাল কেটে কুমীর এনেছে এই বাংলায়৷ বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হিসেবে আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা হল, বিজেপি এবং দোসর তৃণমূলকে রোখা৷ এসব অশুভ শক্তিকে পরাস্ত করাই এখন আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ বলে উপসংহার টানেন সূর্যকান্ত মিশ্র৷