football news

মহানগর ওয়েবডেস্ক: দ্য কনফেডারেশনে অফ আফ্রিকান ফুটবল (সিএএফ) ও সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) কিংবদন্তি ফুটবলার আব্দুলকাদির মহম্মদ ফারার প্রয়াণের বার্তা দিল। মারণ ভাইরাস করোনা এই প্রথম কোনও আফ্রিকান ফুটবলারের প্রাণ কেড়ে নিল।

করোনায় আফ্রিকা আজ বিধ্বস্ত। আক্রান্তের সংখ্যা ২৪০০, মৃত ৬০। আর এই পরিস্থিতিতে চলে গেলেন ফারা। করোনায় আক্রান্ত হয়ে নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু বহু ম্যাচ জেতা নায়ক, হেরে গেলেন জীবন যুদ্ধে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯। সোমালিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রকের পরামর্শদাতা হিসাবে কাজ করছিলেন ফারা।

সোমালিয়ার বেলেদোয়েন শহরে জন্মানো ফারা ৪৪ বছর আগে স্কুল পর্যায়ে খেলা শুরু করেছিলেন। এরপর হিরান সম্প্রদায়ের হয়ে ১৯৭৯ সালে আঞ্চলিক টুর্নামেন্ট খেলতেন। সেখান থেকে আটের দশকে বাতরুলকা এফসি-র হয়ে পেশাদার ফুটবলে হাতেখড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here