national news

মহানগর ওয়েবডেস্ক: করোনা আবহেই স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয়েছিল সংসদের বাদল অধিবেশন৷ অধিবেশন শুরু হওয়ার পর কোভিডে আক্রান্ত হয়েছে তিন সাংসদও৷ করোনার প্রকোপ যে হারে বাড়ছে তাতে আগামী বুধবারেই অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র৷ এপ্রসঙ্গে শনিবার বিরোধীদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বৈঠক করে কেন্দ্র৷

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংসদের নিম্নকক্ষ লোকসভার অধিবেশন শেষ করা হবে আগামী বুধবারই৷ সেই একই পথে হাঁটবে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাও৷ এদিন প্রবল ভাবে বেড়ে চলা করোনা সংক্রমণের জেরে সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়ার দাবিও তোলে তৃণমূল৷ সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ সমর্থন করেন এনসিপি নেতা প্রফুল প্যাটেল ও ডিএমকে নেতা তিরুচি শিবা৷

চলতি সপ্তাহেই করোনা পজেটিভ ধরা পড়েন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি ও প্রহ্লাদ প্যাটেল৷ অথচ সংসদ অধিবেশন শুরু আগে করোন পরীক্ষায় এদের রিপোর্ট নেগেটিভ এসেছিল৷ এদিকে রাজ্যসভার বিজেপি সাংসদ বিনয় সহস্রবুদ্ধে করোনা পজিটিভ হওয়ায় আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে সংসদ চত্বরে।

গত বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখেন সহস্রবুদ্ধে৷ সেদিন সভায় উপস্থিত ছিলেন অন্তত দশ জন কেন্দ্রীয় মন্ত্রী, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা, এমনকী উপস্থিত ছিলেন অশীতিপর এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও৷ বৃহস্পতিবার জানা যায়, সহস্রবুদ্ধে পজিটিভ৷ এর পড়েই করোনা আতঙ্ক আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here