news bengali

মহানগর ওয়েবডেস্ক: ছুটির দিন রবিবারে কিছুটা হাল্কা মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শিঙাড়া খাবার আহ্বানে সাড়া দিলেন ভারতের প্রধানমন্ত্রী। তবে কোভিড ১৯ ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করার পরই একসঙ্গে বসে তা খাবেন বলে জানালেন প্রধানমন্ত্রী।

ঘটনা হচ্ছে, রবিবার স্থানীয় সময় দুপুরবেলা একটি টুইট করেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন। সঙ্গে দুটি ছবিও দেন। একটি ছবি হচ্ছে শিঙাড়া সহ চাটনির। আরেকটি ছবি হাতে শিঙাড়ার ট্রে নিয়ে তাঁর নিজের। ছবি দুটি পোস্ট করে টুইটে তিনি লেখেন, ‘আমের চাটনি সহ রবিবারের শিঙারা। দুঃখের বিষয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার বৈঠক এই সপ্তাহে ভিডিও কনফারেন্সে। উনি নিরামিষাশী, নাহলে আমার ইচ্ছে ছিল ওনার সঙ্গে এগুলো ভাগ করে নেওয়ার।’

অজি প্রধানমন্ত্রীর এই টুইটের কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, ‘ভারত মহাসাগরের দ্বারা যুক্ত, একত্র হয়েছি ভারতীয় শিঙারার দ্বারা। দেখে সুস্বাদু মনে হচ্ছে। একবার আমরা কোভিড ১৯-র বিরুদ্ধে জয়ী হয়ে যাই, তারপর একসঙ্গে বসে শিঙাড়া খাবো। আগামী ৪ তারিখ আমাদের ভিডিও কনফারেন্সের অপেক্ষা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here