national news

মহানগর ওয়েবডেস্ক: তিন দলের জোটে সরকার পাওয়া মহারাষ্ট্রে সম্প্রতি সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী নবাব মালিকের বক্তব্য ছিল, শিক্ষায় মুসলিমদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ করতে চায় সরকার। তবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বক্তব্য ছিল এই বিষয়ে এখনও তার কাছে কোনও প্রস্তাব আসেনি। সেই প্রসঙ্গেই সুযোগ পেয়ে এবার উদ্ধবকে খোঁচা দিয়ে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। তার কক্তব্য, ‘এমন ভাষা ভাষা মন্তব্য না করে, সাহসের সঙ্গে বলুন মুসলিম সংরক্ষণ করব না।’

মহারাষ্ট্রে শিক্ষাক্ষেত্রে মুসলিমদের ৫ শতাংশ সংরক্ষণ প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘সাংবাদিক বৈঠক করে ভাষা ভাষা বক্তব্য দেওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রীর উচিত বিধানসভায় বিবৃতি দেওয়া। উনি বলছেন মুসলিমদের কোটা নিয়ে তাঁর কাছে কোনও প্রস্তাব আসেনি। অথচ তাঁর মন্ত্রীই কোটার কথা বলছেন।’ এরপরই তাঁর দাবি, ‘ভাষা ভাষা বক্তব্য না পেশ করে, সুর চড়িয়ে বলুন আপনি মুসলিমদের জন্য কোটার ব্যবস্থা করবেন না। সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষনের অনুমতি দেয়নি। তাই মুসলিমদের সংরক্ষনের জন্য কোনও আইন আসছে না।’ এছাড়াও তাঁর দাবি, শীর্ষ আদালত বলেছে সর্বোচ্চ ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া যেতে পারে। এর মধ্যে যদি মুসলিমদের সংরক্ষনের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণী ও মারাঠিদের সংরক্ষনে অসুবিধা হবে।’

উল্লেখ্য, সম্প্রতি বিধানসভা অধিবেশনে মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী নবাব মালিকের বক্তব্য ছিল, মহারাষ্ট্র সরকার শিক্ষার জন্য মুসলিমদের ৫ শতাংশ সংরক্ষণ করতে চায়। এই প্রসঙ্গে শীঘ্রই একটি বিল পাশ করানো হবে। এনসিপির পাশাপাশি মহারাষ্ট্রে সরকার গঠনের অন্যতম শরিক দল কংগ্রেসও চায় এই সংরক্ষণ। তবে শিবসেনা কী চায় সেটা স্পষ্ট হয়নি এখনও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here