Home মহানগর 24x7 Exclusive সাদাকালো দুনিয়া থেকে এবার মধুবালার রঙীন দুনিয়ায় পাড়ি

সাদাকালো দুনিয়া থেকে এবার মধুবালার রঙীন দুনিয়ায় পাড়ি

0
সাদাকালো দুনিয়া থেকে এবার মধুবালার রঙীন দুনিয়ায় পাড়ি
Parul

ডেস্ক: বায়োপিকের রমরমা মার্কেট বলিপাড়ায়৷ অভিনেতা, খেলোয়াড় থেকে অন্ধকার জগতের ব্যক্তিত্ব কে নেই সেই তালিকায়৷ এবার সেই লম্বা লিস্টে নাম উঠে এল এক কিংবদন্তী অভিনেত্রীর নাম৷ যার অভিনয় ক্ষমতা সাদাকালো পর্দাকেও রঙীন করে তুলত, যাকে ছাড়া ভারতীয় চলচ্চিত্রের কথা ভাবাই যায় না সেই মহান ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরাতে ইচ্ছুক তাঁর পরিবার৷

তিনি হলেন অভিনেত্রী মুমতাজ জেহান বেগম দেহলভি৷ যদিও তাঁকে গোটা ভারতবর্ষ চেনে মধুবালা নামে৷ এবার তাঁর ব্যক্তিগত জীবন পর্দায় ফুটিয়ে তোলা হবে বলে জানালেন অভিনেত্রীর বোন মধুর ব্রিজ ভূষণ৷ যেখানে বছরের পর বছর এক একটা বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে সেখানে মধুবালাকে নিয়ে বায়োপিক হচ্ছে না, এই প্রশ্ন অভিনেত্রীর ভক্তদের অনেকদিন ধরেই ছিল৷ তবে সমস্ত প্রশ্নের উত্তর দিল তাঁর পরিবার৷ সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে ঘোষনা এখনও দেরী রয়েছে৷ তবে অভিনেত্রীর পরিবার চায় তাঁকে নিয়েও সিনেমা হোক৷ তবে বায়োপিক তৈরি করার চিন্তাটা যে সঞ্জু সিনেমার সাফল্য দেখেই এসেছে, এমনটা কিন্তু মনে করছে অনেকেই৷

আপাতত শুধুমাত্র ইচ্ছাপ্রকাশেই সবকিছু সীমাবদ্ধ রয়েছে৷ যদিও অনেক প্রযোজকই মুখিয়ে রয়েছেন স্বত্ব কেনার জন্য৷ কারণ অভিনেত্রীর জীবনেও রয়েছে বেশকিছু কন্ট্রোভার্সিয়াল অধ্যায়৷ ফলে খুব শিগগিরি যে মধুবালাকে নিয়ে সিনেমা তৈরি হবে, এবিষয়ে যথেষ্ট আশাবাদী তাঁর পরিবার৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here