bengali news on father

মহানগর ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারবার খবরের শীর্ষে উঠে আসছে ধর্ষণের ঘটনা৷ কখনও উন্নাও, কখনও হায়দরাবাদ৷ যৌন অপরাধের তালিকায় আবারও যুক্ত হল মধ্যপ্রদেশের নাম৷ সামনে এল বর্বরতার চূড়ান্ত নজির৷ ৮ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল মদ্যপ বাবার বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচে৷ এক অজ্ঞাতপরিচয় কলার ফোন করে চাইল্ড হেলপ লাইন নম্বরে ঘটনায় কথা জানান৷ এরপর পুলিশ তৎপর হয়৷ সামনে আসে পুরো ঘটনা৷

পুলিশ সুপার রাকেশ মোহন শুক্লা বলেন, কলার আমাদের বলেন, সন্ধ্যায় লোকটি মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মেয়েকে মারে৷ পরে পুলিশ আধিকারিকরা মেয়েটিকে খোঁজার চেষ্টা করেও পায়নি৷ ২ দিন পর তাকে বাড়িতেই পাওয়া যায়৷ শিশুটি কাউন্সিলরের কাছে সব কিছু জানায়৷ পরে তিনি পুলিশকে সব কিছু বলেন৷ মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়৷ পরীক্ষায় জানা যায় তার ধর্ষণ হয়েছে৷ অভিযুক্ত পেশায় শ্রমিক৷ তাঁকে পক্সো আইনে গ্রেফতার করা হয়েছে৷ সিট গঠন করে এই মামলার তদন্ত হচ্ছে৷

হায়দরাবাদের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে সারা দেশ৷ উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারা হয় তোলপাড় দেশ৷ তেলঙ্গানায় তরুণী চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময়েই আরও একটি ধর্ষণের ঘটনা সামনে এসেছিল। ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের মহুতে। ইনদৌরের খুব কাছেই ক্যান্টনমেন্ট শহর মহু। সেখানে একটি সেতুর নীচে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল চার বছরের এক শিশুকন্যা। সেখান থেকেই তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তার পর তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here