Highlights
|
মহানগর ওয়েবডেস্ক: বিসিসিআইয়ের পক্ষ থেকে যতই করোনা ভাইরাসের প্রভাব আইপিএলের ওপর পড়বে না বলে দাবি করা হোক না কেন, বাস্তব পরিস্থিতি বলছে উল্টো। এমনিতেই বিদেশিদের ভিসা সাময়িকভাবে বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এবার আইপিএলের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল শিবসেনা নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। সম্প্রতি এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম সিএনবিসি টিভি ১৮। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী ২৯ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
ইতিমধ্যেই মুম্বইয়ে এখনও পর্যন্ত দুইজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। গোটা মহারাষ্ট্রে এই সংখ্যা বেড়ে হয়েছে ৭। আর এর পরেই মুম্বইয়ে হাই এলার্ট জারি করা হয়েছে। এর আগে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী ইঙ্গিত দিয়েছিলেন যে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আইপিএল পিছিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা করবেন তারা। রবিবার তিনি জানিয়েছিলেন, ‘এক জায়গায় যখন অনেক মানুষ জড়ো হচ্ছে, তখন করোনা ভাইরাস সংক্রমণের একটা ভয় থেকেই যায়। সেক্ষেত্রে আইপিএল পরে আয়োজন করলে কোনও ক্ষতি হবে না।’
উল্লেখ্য, আইপিএল নিয়ে এখনও পর্যন্ত আশাবাদী বিসিসিআই। করোনার কোনও প্রভাব আইপিএলের ওপর পড়বে না বলে আগেই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি আশ্বস্ত করেছেন যে, নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল হচ্ছে৷ এই ভাইরাসের মোকাবিলায় অতিরিক্ত সুরক্ষা অবলম্বন করবে বিসিসিআই৷
সৌরভ জানান, ‘আইপিএল হচ্ছেই৷ এটা নিয়ে কোনও সমস্যা নেই৷ বিশ্বের সব প্রান্তেই ক্রিকেট খেলা হচ্ছে৷ আবু ধাবি থেকে সংযুক্ত আরব আমিরশাহি সর্বত্রই ক্রিকেট খেলার জন্য দেশগুলো সফর করছে৷’
তিনি আরও বলেন, ‘আমরা সবরকম সতর্কতা নেব৷ আমি সঠিক ভাবে বলতে পারব না যে, ঠিক কীভাবে অতিরিক্ত সুরক্ষা নেওয়া হবে৷ এটা একমাত্র মেডিক্যাল টিমই বলতে পারবে৷ তারা ইতিমধ্যেই হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখছে৷ ডাক্তাররা যা বলবেন সেটাই করব আমরা৷ সব মেডিক্যাল ইস্যু ডাক্তারি টিমই দেখবে৷’