kolkata bengali news

Highlights

  • মকরস্নানের সময় ঢল নামত শান্তিনিকেতনে কোপাই নদীর তীরেও
  • বোলপুর স্টেশন থেকে ২ ক্রোশ দূরে কঙ্কালিতলা
  • শান্তিনিকেতনে মকরসঙ্ক্রান্তিতে আজও হয় পূণ্যস্নান। ভিড় জমায় বাউল। তবে আগের চেয়ে তা অনেকটাই ম্লান হয়েছে।

মহানগর ওয়েবডেস্ক: শুধু পৌষমেলা, বসন্ত উৎসবেই নয় মকরস্নানের সময় ঢল নামত শান্তিনিকেতনে কোপাই নদীর তীরেও।এখন তা অনেকটাই ম্লান হয়েছে। পূণ্যার্থীরা এখন বেশি ভিড় জমায় কেন্দুলিতে।

বেশ কয়েক বছর আগেও ঘোড়া, উটে করে চড়ে সাধকরা আসতেন শান্তিনিকেতনের গোয়ালাপাড়া শ্মশানে। পূণ্যস্নানে আসতেন নাগা সন্ন্যাসীরাও। বর্তমানে সেই ঐতিহ্য আর নেই। নাগা সন্ন্যাসী এলেও তা হাতে গোনা। রীতিমত প্রশাসনিক নিরাপত্তার ঘেরাটোপে আনা হয় তাঁদের। পূণ্যস্নান চলে কোপাই নদীতে।

বোলপুর স্টেশন থেকে ২ ক্রোশ দূরে কঙ্কালিতলা। এই অঞ্চলের পূর্ববর্তী নাম কাঞ্চী দেশ। লোক বিশ্বাস মতে, এই অঞ্চলে সতীর অস্থি পড়েছিল। এখানে দেবী দেবগর্ভা রূপে ও ভৈরব গুরু বা রুরু রূপে বিরাজ করছেন মহাদেব। কোপাই নদীর তীরে শ্মশান ও স্থানীয় কালী মন্দিরে চলে সাধনা। নদী ও মন্দিরের কুণ্ডের জলে হয় মকরস্নান।

শান্তিনিকেতনে মকরসঙ্ক্রান্তিতে আজও হয় পূণ্যস্নান। ভিড় জমায় বাউল। তবে আগের চেয়ে তা অনেকটাই ম্লান হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here