নিজস্ব প্রতিনিধি: দুপুরেই সিবিআইয়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদের কথা ছিল। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রায় ৯ মিনিট কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিলেন মমতা। তিনি বেরিয়ে যাওয়ার চার মিনিটের মধ্যেই সিবিআইয়ের দুটো দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছোন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার রুজিরাকে জেরা করতে কালীঘাটের বাড়িতে সিবিআইয়ের নয় সদস্যের একটি দল অভিষেকের বাড়িতে যায়। তাঁদের মধ্যে দুই জন মহিলা আধিকারিক রয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার রুজিরাকে ফৌজদারি আইনের ১৬০ ধারায় নোটিশ পাঠায় সিবিআই। ওই দিনই সটান কালীঘাটে অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ হাজির হয় সিবিআইয়ের একটি দল। কিন্তু সেই সময় রুজিরা বা অভিষেক বাড়িতে ছিলেন না। সোমবার রুজিরা সিবিআইকে ইমেল করেন। মঙ্গলবার ১১টা থেকে ৩টে পর্যন্ত তিনি সিবিআইয়ের সঙ্গে দেখা করতে পারবেন বলে জানান।
সিবিআইয়ের অভিযোগ কয়লা কাণ্ডে রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে। এই বিষয়ে সিবিআই রুজিরাকে জেরা করতে চান। তবে রুজিরার বিরুদ্ধে ঠি কী অভিযোগ, সিবিআইয়ের তরফে স্পষ্ট করে এখনও জানানো হয়নি। তবে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, রুজিরাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। রুজিরা চিঠিতে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।