কলকাতা: ‘কেউ কেউ আছেন যারা নিজেকে দলের থেকে বড় বলে মনে করছেন। তাদের আমি স্পষ্ট করে জানিয়ে রাখব, কেউ যদি দলের থেকে নিজেকে বড় বলে মনে করেন, তবে তার জন্য দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা খোলা আছে।’ রাজ্য পঞ্চায়েত নির্বাচনের পর বৃহস্পতিবার দলের নেতা কর্মীদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোর কমিটির বৈঠকে বসেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে গোটা দেশ। বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এক নজরে দেখে নেওয়া যায় এই বৈঠক থেকে কী বললেন মমতা।
- গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূলের এই দুর্নাম ঘোঁচাতে কোর কমিটির মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দেন দলনেত্রী। বলেন, যুব তৃণমূলের সঙ্গে তৃণমূলের কোনও বিরোধ নয়, তৃণমূল কংগ্রেস একটাই। কোনও এলাকায় দুটো পার্টি অফিস পাশাপাশি থাকবে না। তৃণমূল কংগ্রেস একটাই। প্রত্যেক জেলায় প্রত্যেকে নজর রাখবেন।
- সম্প্রতি, দলের সঙ্গে কিছুটা বিরোধ বেঁধেছে উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে মাথা ঠাণ্ডা রাখার নির্দেশ দেন দলনেত্রী।
- পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে এত খারাপ ফল কিভাবে হল তার তদন্ত করতে তদন্তকমিটি গঠনের নির্দেশ।
- কেউ কেউ নিজেকে দলের থেকে বড় ভাবছেন, তাদের দলে থাকার দরকার নেই। দরজা খোলা আছে বেরিয়ে যেতে পারেন।
- ছাত্র সংগঠনের থেকে কোনও রকম কোনও সমস্যার কথা শুনতে চাই না।
- ২১ জুলাইকে কেন্দ্র করে সব এলাকায় পালন করা হবে কর্মসূচী।
- জেলা পরিষদের সভাধিপতি কে হবেন, আমি সিদ্ধান্ত নেব।