news bengali

মহানগর ওয়েবডেস্ক: ৮২ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

চুনীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলমহলে। টুইট করে শোকবার্তা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লম্বা টুইটে লিখলেন, ” ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামীর প্রয়াণে আমি গভীর শোকাহত। একজন প্ৰকৃত স্টার ও ফুটবল আইকন ছিলেন। ফুটবল তার অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে হারাল। বৈচিত্র্যময় চরিত্রের মানুষ ছিলেন উনি। বাংলা ও দেশের জন্য প্রচুর সম্মান নিয়ে এসেছেন উনি। চুনী গোস্বামীর পরিবার পরিজনের জন্য আমার সমবেদনা রইল।

১৯৬২ সালের এশিয়ান গেমসের সোনা জয়ী ভারত অধিনায়ক চললেন অভিন্ন হৃদয়ের বন্ধু পিকে বন্দ্যোপাধ্যায়ের কাছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন চুনী। শেষ কয়েক মাস ধরেই তাঁর সুগার, প্রস্টেটের সঙ্গে স্নায়ুর সমস্যাও হচ্ছিল। তাঁর মৃত্যুতে ফুটবলমহলে নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here