news bengali

মহানগর ওয়েবডেস্ক: দীর্ঘ এক বছর কঠিন নিউরো এন্ডোক্রিন ক্যান্সার রোগে ভুগছিলেন ইরফান। তবে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন এই অসাধারণ অভিনেতা। তার মৃত্যুতে একদিকে যেমন শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ, অন্যদিকে বাকরুদ্ধ রাজনৈতিক মহলও। অভিনেতার প্রয়াণে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল। শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

টুইটে তিনি লিখেছেন, ‘সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র অভিনেতা ইরফান খানের মৃত্যুতে আমি দুঃখিত। তিনি নিজের বিশাল কাজের অংশ রেখে গিয়েছেন যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। কয়েক বছর আগে কলকাতায় আমার সাথে তাঁর ফোনে কথা হয়েছিল, যা আজ মনে পড়ছে। তাঁর পরিবার, সহকর্মী, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।’

গতকাল শারীরিক অবস্থার অবনতির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইরফান খানকে। পরবর্তী সময়ে শারীরিক অবস্থা আরো গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়। কিছুদিন আগে মাকে হারানো ইরফান শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাহুল-কেজরিও। রাহুল গান্ধী এদিন টুইট করে বলেন, ‘ইরফান খানের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। একজন অসাধারণ অভিনেতা তো বটেই ভারত সহ বিশ্ব সিনেমা এবং টেলিভিশন জগতের অ্যাম্বাসাডর ছিলেন তিনি। তাঁকে ভীষণভাবে মিস করব।’ অপরদিকে ইরফান খানের মৃত্যুর খবরে বাকরুদ্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘আমাদের সময় সবচেয়ে অসাধারণ অভিনেতা ইরফান। তাঁর আত্মার শান্তি কামনা করি, তার কাজ সকলের চিরজীবন মনে থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here