ডেস্ক: বুধবার বীরভূমের বোলপুরে প্রশাসনিক সভা করতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের সময় নিয়ে বেশ কিছুটা জল্পনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পঞ্চায়েত কর্তাদের আগস্ট মাসের আগে যাবতীয় উন্নয়নমূলক কাজ শেষ করতে বলেন মুখ্যমন্ত্রী। তখনই তিনি তাদের জানিয়ে দেন, আগস্ট মাসের আগেই পঞ্চায়েত নির্বাচন হয়ে যাতে পারে। তার আগেই যাবতীয় কাজ শেষ করুন। যদিও মুখ্যমন্ত্রী নির্বাচনের দিনক্ষণ নিয়ে জোর দিয়ে কিছু বলেননি।
কিছুদিন আগে নানা সূত্র মারফত জানা গিয়েছিল মে মাসের প্রথম দিকেই নির্বাচন করিয়ে নিতে পারে রাজ্য সরকার। কারণ মে মাসের দ্বিতীয়ার্দ্ধ থেকেই পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। জুন মাসের মাঝামাঝি সময় করে ঈদ। মুখ্যমন্ত্রী চাইছেন না রমজান চলাকালীন সময়ে পঞ্চায়ত নির্বাচন হোক। তবে এদিন মুখ্যমন্ত্রীর মন্থব্য ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, নানা জেলাতেই বেশ কিছু উন্নয়নমূলক কাজ এখনো পুরো শেষ হয়নি। সেগুলি দ্রুত শেষ করে ঈদের পর ভোটের দিনক্ষণ ঘোষনা করা হতে পারে। যদি সেটাই হয় তাহলে জুলাই মাসের শেষ দিক করে পঞ্চায়েতের ভোট হতে পারে।