Home Latest News ২৭ এপ্রিল তেলেঙ্গানা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

২৭ এপ্রিল তেলেঙ্গানা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

0
২৭ এপ্রিল তেলেঙ্গানা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Parul

ডেস্ক: ২০১৯ লোকসভা নির্বাচনের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিন দিনের সফরে দিল্লি রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে এনসিপির প্রবীণ নেতা শরদ পাওয়ার সহ, শিবসেনার নেতা সঞ্জয় রাউথ, বিজেডি নেতা অনুভব মহান্তির সঙ্গেও একই সঙ্গে আগামী দিনে আরও বহু বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এছাড়াও আগামী দিনে ভারতের বিভিন্ন রাজ্যে বিরোধী জোট তৈরির জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। আপাতত ২৭ এপ্রিল তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা যাবেন চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানে কয়েক জন বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎও করবেন তিনি।

সম্প্রতি, কলকাতার এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। আর সেই বৈঠক থেকেই উঠে এসেছিল ফেডারেল ফ্রন্টের সম্ভাবনা। সেই লক্ষ্যে সমস্ত বিরোধী নেতাদের একত্রিত করতে বিভিন্ন রাজ্যের বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে তিনি বৈঠকও করেন একাধিক বিরোধী নেতার সঙ্গে। যে তালিকায় ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরিওয়াল, শিবসেনা ও এনসিপির নেতারা। সোমবার দিল্লিতে থেকেই মুখ্যমন্ত্রী জানান, মায়াবতী ও অখিলেশ যদি লখনউতে সভা করেন তবে সেই সভায় যেতে তিনি প্রস্তুত। এদিকে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা ও যশবন্ত সিনহার মতো নেতারা। বৃহত্তর জোট গঠনের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের বিরোধী নেতাদের একছাতার নিচে আনতে সম্পূর্ণরুপে প্রস্তুত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই লক্ষ্যেই আগামী ২৭ এপ্রিল চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করতে তেলেঙ্গানা সফর করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here