মহানগর ওয়েবডেস্ক: ভারত শুধুমাত্র হিন্দুদের রাষ্ট্র৷ এখানে মুসলিমদের স্বাগত জানানো হবে না৷ বুধবার একটি শপিং মলে এমনই কথা বলেছিলেন মঞ্জুনাথ নামে এক যুবক৷ এধরণের মন্তব্য করায় তিনি বচসায় জড়ান একদল ছাত্রের সঙ্গে৷ বচসা পৌঁছয় হাতাহাতিতে৷ মঞ্জুনাথকে বেধড়ক মারধর করে ওই ছাত্রের দল৷ এরপরই থানায় দৌড়োন মঞ্জুনাথ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
মঞ্জুনাথ হিন্দু রাষ্ট্রের পক্ষে কথা বলায় ছাত্ররা তাঁকে মারধর করে। মারধরের সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ বয়স ৩০শের মঞ্জুনাথ ম্যাঙ্গালুরুর বান্তওয়ালের বাসিন্দা৷ এই ঘটনায পুলিশ কমিশনার পিএস হর্ষ জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে হইচই করার কোনও দরকার নেই৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ গ্রেফতার হওয়া দুই ছাত্রের মধ্যে একজন নাবালক বলে জানা গিয়েছে৷
কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার শহর হল ম্যাঙ্গালুরু৷ সাম্প্রদায়িক দিক থেকে বেশ স্পর্শকাতর এই জেলা৷ গত বছর ১ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এছাড়াও ২০১৫ সালে ম্যাঙ্গালুরুর কাছে দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের ২৫ হাজার মানুষ জড়ো হয়। সেই জমায়েতকে কেন্দ্র করে দেখা দেয় সাম্প্রদায়িক উত্তেজনা। একটি ধর্মস্থানে আক্রমণ করা হয়। বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্তত ৩০ জন গ্রেফতার হন তাতে।