national news

মহানগর ওয়েবডেস্ক: করোনা পজেটিভ ধরা পড়ার কিছুদিন পর জ্বরও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় ডেঙ্গুতেও আক্রান্ত তিনি৷ শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ার শুরু হল তাঁর প্লাজমা থেরাপি৷ বুধবার লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয় সিসোদিয়াকে৷ চিকিত্সকেরা জানান, তাঁর শরীরে নেমে যাচ্ছে ব্লাড প্লেটলেটের স্তর৷

এরপর বৃহস্পতিবার সিসোদিয়াকে দিল্লির একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখান শুক্রবার শুরু হয় তাঁর প্লাজমা থেরাপি৷ প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর তার করোনার রিপোর্ট পজেটিভ বের হয়৷ নিজেই তা টুইট করে জানিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছিলেন হোম আইসোলেশনে থাকছেন তিনি তবে তার পরের সপ্তাহেই জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তাঁর৷ এরপরই তড়িঘড়ি হাসপাতালে ঊভর্তি করা হয় তাঁকে৷

কোভিড পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সামনের সারিতেই কাজ করেছিলেন বছর আটচল্লিশের মণীশ সিসোদিয়াও৷ চিকিত্সকেরা জানিয়েছেন, কোভিড ও ডেঙ্গুতে একসঙ্গে আক্রান্ত রোগীদের নানা ধরণের জটিলতা দেখা যায়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here