manmohon kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: নিজের ঢাক নিজে না পিটিয়ে মোদী সরকারের দেশের অর্থনীতির হাল ফেরনোর দিকে অবিলম্বে নজর দেওয়া উচিত ৷ একটি জাতীয় হিন্দি পত্রিকাকে সাক্ষাৎকা দিতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিং৷ এর আগেও তিনি যেচে কেন্দ্রীয় সরকারকে অর্থনীতির বিষয়ে সাহায্য করতে চেয়েছিলেন৷ কিন্তু তাঁকে অপমানিত হতে হয়েছিল৷ এবারে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তিনি পাঁচ দফা দাওয়াই দিলেন৷ তাঁর আশঙ্কা, এমন চললে অচিরেই ভারতকে প্রবল অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে হবে৷ তাঁর কথায়, এখনও ঘুরে দাঁড়াবার সময় আছে৷ ভারতের জিডিপি ৫ শতাংশয় নেমে যাওয়ায় প্রবল উদ্বিগ্ন তিনি৷ তাঁর কথায় গত ১৫ বছরে জিডিপির হার এত খারাপ কখনও হয়নি৷ সেই সঙ্গে তিনি গাড়ি শিল্পের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশঙ্কিত৷ তাঁর কথায় গাড়ি বিক্রি কমে যাওয়ায় গাড়ি শিল্প সহ তার অনুসারী শিল্পে প্রায় সাড়ে তিন লাখ লোক বেকার হয়ে পড়বেন৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান সবার আগে কেন্দ্রীয় সরকাররে অর্থনীতির বেহাল দশা মেনে নিতে হবে৷ যা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল মানতে চাইছে না৷ এটাকে প্রাক্তন কংগ্রেসি প্রধানমন্ত্রী একেবারে গোঁয়ার্তুমি বাবচেন৷ জোর করে বাস্তবকে অস্বীকার করলে দেশের অর্থনৈতিক অবস্থা গভীর সংকটে পড়বে অচিরেই৷ এমনটাই সাবধান বাণী শোনালেন এই অর্থনীতিবিদ৷ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, প্রথমেই জিএসটি ঠিক করতে হবে৷ জিএসটির তারতম্যে মার খাচ্ছে শিল্প বলে কেন্দ্রকে হুঁশিয়ার করে দিলেন মনমোহন৷ দ্বিতীয়ত কৃষিক্ষেত্রে বিশেষ নজর দেওয়া উচিত কেন্দ্রর৷ তিনি জানান আমরা কংগ্রেসের ইস্তেহারে এই বিষয়টা স্পষ্ট করে দেখিয়েছি৷ কৃষকদের ঋণের ক্ষেত্রে অনেক নমনীয় হতে হবে সরকারকে বলে বিশ্বাস করেন তিনি৷ তৃতীয়তঃ বাজার থেকে টাকা তুলতে হবে৷ চতুর্থতঃ শ্রম উৎপাদনের সঠিক ব্যবহার৷ পঞ্চম- ছোটো ও মাঝারি শিল্পে সহজ কিস্তিতে ঋণ দেওয়ার ব্যবস্থা করা উচিত কেন্দ্রের৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, চিন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধের সুযোগ ভারতের অবিলম্বে নেওয়া উচিত৷ সেই সঙ্গে তাঁর কথায়, বিদেশি বিনয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হেব৷ তা করতে গেলে দেশের অসহিষ্ণুতা কমাতেই হবে বলে মনে করেন তিনি৷ তিনি বিশেষ. করে গাড়ি শিল্প নিয়ে খুবই উদ্বিগ্ন৷ তাঁর কথায়, মানেসর, চেন্নাইতে গেলে বোঝা যাবে গাড়ি শিল্পের করুণ দশা৷ তাঁর আশঙ্কা, বর্তমানে দেশে ট্রাক তৈরি অনেক কমে গিয়েছে৷ এমন হলে দেশের সব ক্ষেত্রেই এর কারাপ প্রভাব পড়তে বাধ্য বলে মনে করেন তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here