ডেস্ক: আজ গায়ক মান্না দে-এর শততম জন্মবার্ষিকী। স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁকে বরন করে নেওয়া হয় সঙ্গীত জগতে। কিন্তু এদিন সকাল থেকে তাঁর জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বিভক্ত দুই মহল। তাঁর আত্মজীবনি এবং পারিবারিক সদস্য তাঁর জন্মের বছর জুড়ে বিভক্ত হয়েছেন। তাঁর কন্যা জানিয়েছেন মান্না দে ১৯২০ সালে জন্মগ্রহন করেন। কিন্তু মান্না দে ফাউন্ডেশন ও মান্নাদে সঙ্গীত অ্যাকাডেমি জানিয়েছে তাঁর জন্ম তারিখ ১৯১৯ সাল।
কিন্তু এই মতবাদ মানতে চাইছেন না তাঁর কন্যা সুস্মিতা দেবী। তিনি দাবি করেছেন আরও একবছর পরে জন্মেছেন তিনি। বেঙ্গালুরু সিটি সিভিল কোর্ট তার বার্ষিকী চিহ্নিত করার জন্য ইভেন্ট উদযাপন থেকে মান্না দে সংগীত অ্যাকাডেমি নিষিদ্ধ একটি অস্থায়ী বাধ্য আদেশ জারি করেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই সংক্রান্ত তথ্য দিয়েছে। এখন বিতর্কের মাঝে পালন হতে চলেছে মান্না দে শতবার্ষীকি অনুষ্ঠান। এদিন কলকাতার মহাজাতি সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্যোগ নিয়েছে বেঙ্গালুরু সিটি সিভিল কোর্ট কর্তৃক প্রদত্ত আদেশের বিষয়ে সচেতন নয়। ওপরদিকে মান্না দে এর পরিবার আগামী বছর তার শতবার্ষিকী পালন করবে বলে জানা গিয়েছে।