মহানগর ওয়েবডেস্ক : ফের টলিপাড়ায় নক্ষত্র পতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন সঙ্গে ছিল হৃদযন্ত্রের সমস্যা। এদিন সকালেই প্রয়াত হয়েছেন মনু মুখোপাধ্যায়। অভিনয় জগতে মনু মুখোপাধ্যায় নাম থাকলেও তার আসল নাম ছিল সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ১৯৩০ সালে কলকাতায় জন্মেছিলেন মনু মুখোপাধ্যায়। ‘ নীল আকাশের নীচে’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ মনু মুখোপাধ্যায়ের। অভিনয় জগতে মৃণাল সেন, সত্যজিৎ রায়, রোনাল্ড জ্যাফির মত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়াও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া। একাধিক তারকা শোক প্রকাশ করেছেন। টুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।