Parul

ডেস্ক: কমনওয়েলথে অবশেষে স্বাদ বদল ভারতের। ভারোত্তলনে পরপর সোনা জেতার পর এবার পিস্তল হাতে ভারতকে সোনা এনে দিলেন মনু ভাকের। রবিবার যেন ভারতের জন্য সোনার দিন হয়েই থাকল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এদিন জোড়া সোনা এল ভারতের ঝুলিতে। প্রথমে ভারোত্তলনে ভারতকে সোনা জেতালেন পুণম ‌যাদব। এবার ১০ মিটার এয়ার পিস্টল শ্যুটিংয়ে সোনা তুললেন মনু। পাশাপাশি একই ইভেন্টে রুপো জিতলেন হিনা সিদু।

ads

২২ বছর বয়সী পুণম স্ন্যাচ ক্যাটেগরিতে ১০০ কেজি ও ক্লিন ও জার্ক ক্যাটেগরিতে ১২২ কেজি ওজন তুলে সোনা জেতেন। অন্যদিকে হরিয়ানার ৬ বছর বয়সি মানু ভাকের ২৪০.৯ পয়েন্ট সংগ্রহ করে শ্যুটিংয়ে সোনা দখল করেন। এছাড়াও এদিন পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জেতেন রবি কুমার।

সবমিলিয়ে এখনও পর্যন্ত কমনওয়েলথের দৌড়ে সফল ভারত। ৬টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পরই তৃতীয় স্থানে রয়েছে ভারত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here