মহানগর ওয়েবডেস্ক: তবে কি এবার পাশা পাল্টাল? যে মুকুল তৃণমূল ত্যাগের পর আড়ে বহরে সমৃদ্ধ করে গিয়েছেন বিজেপিকে। তৃণমূলের ঘর ভেঙে শয়ে শয়ে মানুষকে গেরুয়া শিবিরে ঠাঁই দিয়েছেন যে মুকুল রায়, তাঁর ঘরেই কিনা চুরি। হ্যাঁ, এবার সেটাই হল উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া পুরসভার ৬ নং ওয়ার্ডের প্রায় শতাধিক কর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। নিজের ঘরেই এহেন ভাঙনের জেরে দুশ্চিন্তা বেশ বাড়ল মুকুল রায়ের।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না মুকুল রায়ের, নারদা কাণ্ডে মির্জা গ্রেফতার হওয়ার পর সিবিআইয়ের নজর পড়েছে তাঁর দিকে। এরইমাঝে শতাধিক কর্মী সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় কেন্দ্রের কাছে নম্বর কাটা পড়ল মুকুল রায়ের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জানা গিইয়েছে এদিন যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা প্রত্যেকেই মুকুল পুত্র শুভ্রাংশুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন স্থানীয় তৃণমূল নেতা সুবোধ অধিকারীর হাত ধরে ফের তাঁরা তৃণমূলে যোগদান করলেন। তবে এইটুকুতেই তৃণমূল খান্ত থাকছে না। তাদের দাবি, আগামী দিনে আরও সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর কাঁচড়াপাড়া তো বটেই গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে ক্ষমতা কমতে শুরু করেছিল তৃণমূলের। ফলে নির্বাচনের পর ফের সংগঠন সাজানোর কাজে লেগে পড়ে তৃণমূল। মমতার নির্দেশে কাঁচড়াপাড়ার দায়িত্ব ওঠে তৃণমূল নেতা সুবোধ অধিকারীর হাতে। দায়িত্ব বুঝে নিয়ে কাজে লেগে পড়েন তিনি। তাঁর সৌজন্যে এদিনের সাফল্যের পর খুশিতে বেশ ডগমগ তৃণমূল।