মহানগর ওয়েবডেস্ক: করোনা আতঙ্কের মাঝে জম্মু-কাশ্মীরে পাক হামলার রেহাই নেই। এদিকে ছত্রিশগড়ের মাওবাদী এবং পুলিশ সংঘর্ষ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এ রাজ্যে মাওবাদী-পুলিশ সংঘর্ষে মৃত্যু হয়েছে চার মাওবাদীর। প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মীও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক।
সূত্রের খবর, ছত্রিশগড়ের রাজনন্দনগাও-এ এই সংঘর্ষ ঘটে। এই জেলার পারধোনী গ্রামের কাছে বেশ কিছু মাওবাদী লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। সেখানে তল্লাশি অভিযান চালানোর সময় মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার মাওবাদীর। পাশাপাশি পুলিশের এক সাব-ইন্সপেক্টরেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন বেশ কিছু জন।
রাজনন্দনগাও-এর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার জিএন বাঘেল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি এস এল আর এবং দুটি ৩১৫ বরো রাইফেল। ওই এলাকায় অন্য কোনো মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা তার তল্লাশি অভিযান চলছে এখনো।