Highlights |
|
|
|
মহানগর ওয়েবডেস্ক: মেসি, রোনাল্ডো বা স্বয়ং পেলে নন, সর্বকালের সেরা ফুটবলার হলেন আর্জেন্টিনার ডি স্তেফানো, এমনটাই মনে করেন দিয়েগো মারাদোনা। পাশাপাশি পেলের বিরুদ্ধে স্তেফানোর প্রতি অহেতুক বিরূপ হওয়ারও অভিযোগ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মারাদোনা বলেন,
‘ডি স্তেফানো আমার কাছে সর্বকালের সেরা। কিন্তু পেলে কখনই ওই প্রতিভাকে গুরুত্ব দিতে চাননি। তবে আমি কিন্তু রিওতে একবার পেলেকে হারিয়ে সেরা ফুটবলারের সম্মান পেয়েছিলাম।’
পেলেকে সেরা না মানলেও মারাদোনা বলেন, ‘উনি পৃথিবীর একমাত্র ফুটবলার যিনি কেরিয়ারে ১০০০ এর বেশি গোল করেছেন। ফলে অবশ্যই পেলে একজন কিংবদন্তি। কিন্তু সর্বকালের সেরা নন।’
গ্রেটেস্ট অফ অল টাইম না মানলেও মেসিতে কিন্তু ভালোভাবেই মজে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার। কয়েকদিন আগেই ষষ্ঠবারের জন্য ব্যালন ডি’ওর জেতেন মেসি। কিন্তু মারাদোনা যেই সময় খেলতেন, তখন শুধু ইউরোপের খেলোয়াড়দেরই এই পুরস্কার দেওয়া হত।
‘আমি মনে করি আমার সময়ে ব্যালন সবাইকে দেওয়া হলে, আমিও কয়েকটা পেতে পারতাম। কিন্তু মেসি অসাধারণ। মেসির বিরুদ্ধে আমি কখনই খেলতে চাইতাম না। আর্জেন্টিনায় অনেকে হয়তো ওর সমালোচনা করে, কারণ ও নাকি জাতীয় সঙ্গীত গায় না, ও নাকি কাতালান। কিন্তু আমি সেসব মনে করি না। ও একজন অসাধারণ খেলোয়াড় যে ফুটবল নিয়েই থাকে’, বলেন মারাদোনা।
নিজের বর্ণময় কেরিয়ারের কথা স্মৃতিচারণা করে মারাদোনা আরও বলেন, ‘আমার জীবনে সেরা দুজন খেলোয়াড় যাদের সঙ্গে জার্সি পরিবর্তন করেছি, তারা হলেন গুলিত এবং ভান বাস্তেন। এছাড়া নাপোলির হয়ে খেলার সময় কারেকার সঙ্গে আমার মানসিক ভাবে বন্ধন সবচেয়ে জোরালো ছিল।’