Highlights
|
নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা শহরের দোকানগুলিতে মজুত নেই মাস্ক। এই পরিস্থিতিতে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে মাস্ক তৈরির কাজ শুরু করল মালদা জেলা প্রশাসন। বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক অশোককুমার মোদক বলেন, সেলফ হেল্প গ্রুপের ৬০ থেকে ৭০ জন মহিলা মাস্ক তৈরির কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার মাস্ক তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে আরও মাস্ক তৈরি করা যেতে পারে।
করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে মালদা জেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এমনকী জমায়েত এড়াতে বন্ধ করা হয়েছে জেলার ২৩টি হাটও। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার কাজও শুরু করেছে মালদা জেলা প্রশাসন। সংক্রমণ রুখতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হচ্ছে। তবে জেলায় এই মুহূর্তে মজুত নেই মাস্ক। পরিস্থিতি মোকাবিলায় জেলার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে মাস্ক তৈরির কাজ শুরু করেছে মালদা জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) অশোক কুমার মোদক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক তৈরির কাজ শুরু হয়েছে৷ মালদা জেলাতেও আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি আন্তঃরাজ্য বর্ডারও রয়েছে৷ বর্ডারগুলোতে স্বাস্থ্যকর্মীরা স্ক্রিনিং করছেন৷ পুলিশকর্মীরা পরিষেবা দিচ্ছেন৷ তাদের কাজের সময় মাস্ক প্রয়োজন৷ অথচ বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না৷ সেই কারণে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে মাস্ক তৈরি করা হচ্ছে৷ ৬০-৭০ জন মহিলা এই কাজ করছেন৷ প্রাথমিক ভাবে ৫০ হাজার মাস্ক তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে৷