ডেস্ক: কিছুদিন আগেই দূষণের তালিকায় সর্বাগ্রে নাম ছিল কলকাতার। এবার রাজ্যের দূষণ রোধ করতে নয়া উদ্যোগ নিয়েছে সরকার। এই সংক্রান্ত একটি বিলও পাশ হয়েছে সোমবার। এই বিলে বলা হয়েছে এবার থেকে রাজ্যের কোথাও নিয়ম ভেঙে জঞ্জাল ফেললেই ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয় বেআইনিভাবে জল জমিয়ে রাখলেও হতে পারে জরিমানা। জল জমানোর ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কথা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে থুথু ফেলার ঘটনায় রাজ্যের শীর্ষ কড়া পদক্ষেপ নিয়েছিলেন। এরপর রাজ্যকে পরিস্কার ও দূষণ মুক্ত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
সরকার এবার শহরগুলিকে জঞ্জাল মুক্ত রাখার তাগিদে কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। মনে করা হচ্ছে, মূলত শহরগুলিতে রাস্তার ধারে গজিয়ে ওঠা অসংখ্য দোকান, ভাতের হোটেল গুলি প্রতিদিন পৌরসভা বা সে ধরণের কোনও সরকারি ভ্যাট ব্যবহার না করে রাস্তাতেই ময়লা ফেলে রাখে। শুধু তাই নয়, শহরের নানা প্রান্তে একাধিক আবাসন থেকে শুরু করে বাড়ির বর্জ্যও অনেকে রাস্তার ধারে স্তুপ করে ফেলে রাখেন। সেই অভ্যাস তাড়াতে এর আগে সচেতনতা তৈরি করতে চেষ্টা করেছিল প্রশাসন। কিন্তু সোজা কথায় কাজ না হওয়াতেই আজ এই বিষয়ে আইন করে কড়া হতে চাইছে সরকার। এই সব কিছুর পাশাপাশি যত্রতত্র জল যাতে জমিয়ে রাখা হয় তাই জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কারণ এই জঞ্জাল এবং জমা জল থেকেই নানা রকম মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। তাই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।