kolkata bengali news, milind soman

মহানগর ওয়েবডেস্ক: বলিউডের হার্টথ্রব মিলিন্দ সোমানের বিয়ের খবর শোনা মাত্রই অভিনেতার মহিলা ভক্তদের উদ্বেগ বেড়ে যায়। কাকে বিয়ে করছেন? কোনও অভিনেত্রী? এরপর অভিনেতা প্রকাশ্যে আনলেন তাঁর ‘লেডি লাভ’-কে। নাম অঙ্কিতা কোনওয়ার, পেশায় তিনি এয়ার হসটেস। সাক্ষাৎ এবং প্রেম অল্প দিনের হলেও দুজনের সম্পর্কের বন্ধন অটুট। ২০১৮-এ গার্লফ্রেন্ড অঙ্কিতা কোনওয়ার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন মিলিন্দ। পরিবার-বন্ধুদের মাঝেই দুজনের বিয়ে হয়। আর এরপর থেকেই এই জুটিকে নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয়। সস্প্রতি একটি বিজ্ঞাপনে মিলিন্দ এবং অঙ্কিতা নিজেদের সম্পর্কের কথা তুলে ধরেন এবং নেটিজেনদের আক্রমণের কড়া জবাব দিলেনও বটে। বিজ্ঞাপনটিতে দেখানো হয় মনে বিশ্বাস, এবং সম্পর্ক অটুট থাকলে যে কোনও কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা যায়। ঠিক এমনটাই শোনা গেল মিলিন্দ-অঙ্কিতার গলায়ও।

ভিডিয়োর শুরুটিতে দেখা যায়, মডেল-অভিনেতা নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একজন লেখেন, ‘অঙ্কিতা কী আপনাকে বাবা বলে ডাকেন? স্ত্রীয়ের দিকে তাকিয়ে চোখ মেরে মিলিন্দ বলেন, ‘মাঝে মাঝে’। এরপর একজন বলেন, ‘বুড়োকে বিয়ে করেছে অঙ্কিতা। তিনি একজন লোভী। চিন্তা করো না পরের জন্মে তুমি আমার হবে। প্রশ্নটা শুনে হাসি থামাতে পারলেন না অঙ্কিতা-মিলিন্দ। অঙ্কিতা বলেন, ‘যদি তুমি কারও সঙ্গে খুশি থাকো এবং সমাজ ভালো থাকে। তাহলে কোনও ব্যাপার নয়। বয়স হচ্ছে শুধু একটা সংখ্যা মাত্র।’ এরপর মিলিন্দ জানান, ‘প্রথম দেখাতেই অঙ্কিতার প্রেমে পড়ে যাই। সমাজের সঙ্গে তাঁদের কোনও চিন্তাভাবনা নেই। এদিকে মিলিন্দ আরও জানান, অঙ্কিতার সঙ্গে তাঁর বয়সের ফারাক ২৫ বছরের। অর্থাৎ মায়ের সঙ্গে তাঁর যতটা বয়সের ফারাক, ঠিক তততাই অঙ্কিতার সঙ্গেও। কিন্তু দুজনেই একে অপরকে ভালবাসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here