Home Featured আগামী রবিবার থেকে দাম বাড়ছে দুধ সহ দুগ্ধজাত পণ্যের, জানাল মাদার ডেয়ারি

আগামী রবিবার থেকে দাম বাড়ছে দুধ সহ দুগ্ধজাত পণ্যের, জানাল মাদার ডেয়ারি

0
আগামী রবিবার থেকে দাম বাড়ছে দুধ সহ দুগ্ধজাত পণ্যের, জানাল মাদার ডেয়ারি
Parul

মহানগর ডেস্ক: আগামী রবিবার থেকে দাম বাড়ছে দুধ সহ দুগ্ধজাত পণ্যের, জানাল মাদার ডেয়ারি

 আগামী রবিবার থেকে বাড়িয়ে দেওয়া হল দুধ সহ দুগ্ধজাত দ্রব্যাদির মূল্য। মাদার ডেয়ারি একটি তালিকার মধ্যে দিয়ে প্রকাশ করল এই মূল্যবৃদ্ধির কথা। 

     দুধের মূল্য লিটার প্রতি ২ টাকা বাড়িয়ে দিল মাদার ডেয়ারি, দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য সংস্থা। দিল্লি, এনসিআর সহ বেশ কিছু জায়গায় যেমন মুম্বাই, নাগপুর ও কলকাতায়, আগামী ১১ জুলাই থেকে দুধসহ দুগ্ধজাত পণ্য কিনতে হবে আগের থেকে কিছুটা বেশি দামে।  ২০১৯ সালের ডিসেম্বর মাসের পর এই প্রথম দাম বাড়ছে  এই দুগ্ধজাত পণ্যের। 

        বর্তমানে খামারজাত পণ্যের দাম বেড়ে গিয়েছে প্রায় ৮-১০ শতাংশ। তাছাড়াও প্যাকেজিং এবং প্রক্রিয়াকরণ খরচাও অনেকটা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত, জানালেন মাদার ডেয়ারি। তাঁরা আরও জানান, অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধিতে অনেকটাই চাপ পড়ছিল সংস্থার ওপর। দীর্ঘ সময়ের পর সেই কারণেই মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছে সংস্থা‌।

      

      মাদার ডেয়ারি প্রায় ১০০ টি শহরে উপস্থিত। দিল্লি এবং এনসিআর -এ প্রায় ৩০ লক্ষ লিটার দুধ সাপ্লাই করে এই সংস্থা। রোজ বিক্রি হয় প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here