bengali news

মহানগর ওয়েবডেস্ক: এতদিন সকলের জানা ছিল ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’। বাজারে-হাটে কিংবা সিগারেটের প্যাকেটে এই সতর্কতা বাণী দেখা যায় সর্বত্রই। কিন্তু গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একটি নতুন সতর্কতা বাণীর আবির্ভাব হয়েছে। ‘রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’, ভাবতে অবাক লাগছে! আসলে দেবালয় ভট্টাচার্যের আগামী সিনেমা ‘ড্রাকুলা স্যার’ -এর ক্যাচলাইন হিসাবে এই বাণীটিই ব্যবহার করা হচ্ছে।

গতকাল প্রকাশ্যে এসেছে ‘ড্রাকুলা স্যার’-এর পোস্টার। সেখানে মিমির সঙ্গেই এক অন্য লুকে দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। এই ছবিতে অনির্বাণের চরিত্রের নাম রক্তিম আর মিমির নাম মঞ্জুরী। ১৯৭১ সালে ‘রক্তিম’ (অনির্বাণ)-এর জীবনে ঘটে যাওয়া বেশকিছু ঘটনাকে কেন্দ্র করেই এগোবে এই ছবির গল্প। প্রতিশোধ ও ভালোবাসার মোড়কে নতুন ধরনের গল্প দর্শকদের উপহার দেবেন দেবালয় ভট্টাচার্য।

পোস্টারে অনির্বাণ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, যার দুটো দাত উঁচু, যার জন্য তাঁর ডাকনাম ‘ড্রাকুলা স্যার’। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। সাংসদ হওয়ার পর বড়পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী। গতকাল ‘ড্রাকুলা স্যার’-এর পোস্টার প্রকাশ্যে এলেও এই ছবির মুক্তির তারিখ এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। এই ছবির মাধ্যমেই টলিপাড়াতে ‘ড্রাকুলা’ জনারের ছবি উপহার দিতে চলেছেন দেবালয় ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here