ডেস্ক: ২০১৮ মিস ইন্ডিয়া হয়েছেন তামিলনাড়ুর কন্যা অনুকৃতি ব্যাস। এটা এখন সকলের অজানা নয়। এই খেতাব জয়ের জন্য তাঁকে ২৯ জনকে প্রতিযোগীকে হারাতে হয়েছে সেটাও জানা সকলের। অনুকৃতি এখন কলেজে পড়াশুনা করেন বলে জানা গিয়েছে। কিন্তু জানেন কি তাঁকে মিস ইন্ডিয়া হওয়ার জন্য কোন প্রশ্নের উত্তর দিতে হয়েছিল? চূড়ান্ত পর্বে তাঁকে প্রশ্ন করা হয় কে ভালো শিক্ষক? সফলতা না অসফলতা। ঘাবড়ে না গিয়ে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন অনুকৃতি।
তিনি বলেন যে ”আমি অসফলতাকে ভালো শিক্ষক হিসাবে মনে করি। কারণ আমাদের জীবনে যখন ঘনঘন সফলতা আমরা পাই তখন সেটাকেই পরম প্রাপ্তি হিসাবে মেনে নেন। কিন্তু যখন আপনি অসফল হন তখন আপনি বারে বারে চেষ্টা করেন যে কিভাবে সফল হবেন।” তিনি এও বলেন যে ”আমার মা ছাড়া কেউই আমার পাশে দাঁড়ায়নি। আমি সমাজের থেকে এবং সময়ের থেকে আত্মবিশ্বাস পেয়েছি এবং স্বাধীন বানিয়েছে আমায়।” এবছরের মিস ইন্ডিয়ার খেতাব অনুষ্ঠানের বিচারে বিচারক ছিলেন মল্লিকা অরোরা,ববি দেওয়ল,কুনাল কাপুর,ইরফান পাঠান,ইরফান পাঠান ও কে.এল.রাহুল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার।