নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির হাকিম পাড়ায় দুটি মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা অসীম ভট্টাচার্য ও শরমিতা ভট্টাচার্য সম্পর্কে স্বামী-স্ত্রী। রবিবার সন্ধ্যায় অসীম বাবুর দিদি তাদের বাড়িতে এসে ডাকাডাকি করলেও দরজা না খোলায় তার সন্দেহ হয়। তার পরেই তিনি স্থানীয় লোকদের খবর দিলে এলাকাবাসীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান শরমিতা বিছানার মধ্যে পড়ে রয়েছে এবং অন্যদিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অসীমের দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। পানিট্যাঙ্কি ফাঁড়ি থানা থেকে পুলিশ এসে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান অসীম প্রথমে স্ত্রীকে মারেন, পরে নিজে আত্মহত্যা করেছেন। দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলেই পুলিশের সন্দেহ।