মহানগর ওয়েবডেস্ক: যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে খুশি স্বামী কে? তাহলে উত্তরটা অবশ্যই মিচেল স্টার্ক৷ আর হবেনই বা না কেন! মাঠে বসে স্ত্রী অ্যালিসা হিলিকে সমর্থন করবেন বলেই জাতীয় দল থেকে ছুটি নিয়ে মেয়েদের টি-২০ বিশ্বকাপ দেখতে এসেছিলেন অজি স্পিডস্টার৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও ফাইনাল ওয়ানডে খেলেননি স্টার্ক৷ তাঁর ছুটি নেওয়ার পূর্ণ স্বার্থকতা পেল রবিবার৷ মেলবোর্নে মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে স্টার্কের স্ত্রী অ্যালিসাই হয়ে গেলেন ম্যাচের সেরা৷ ভারতের বিরুদ্ধে র্দুদান্ত ব্যাটিংয়ে অজি উইকেটকিপার-ব্যাটসম্যান দেশকে জেতালেন পঞ্চম বিশ্বকাপ৷
ভিআইপি বক্সে বসে অ্যালিসার ব্যাটিং ও দেশের ঐতিহাসিক জয় উপভোগ করলেন স্টার্ক৷ বারবার ক্যামেরায় ফুটে উঠল স্টার্কের হাসি মুখ৷ কখনও উচ্ছ্বাসে মেতে উঠলেন তো কখনও বিয়ারের বোতলে চুমুক দিলেন৷
2️⃣0️⃣0️⃣0️⃣ career T20I runs for Alyssa Healy!
What a player 👏#T20WorldCup | #FILLTHEMCG
SCORE 📝 https://t.co/fEHpcnTek4 pic.twitter.com/X2J6p9akJ8
— T20 World Cup (@T20WorldCup) March 8, 2020
এদিন অ্যালিসার ক্যাচটা যদি শেফালি বর্মা ধরে নিতে পারতেন, তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারত৷ কিন্তু সেটা বাস্তবে আর হয়নি৷ এমসিজি-তে হিলি বিধ্বংসী মূর্তি ধারণ করেন৷ সাতটি চার ও পাঁচটি ছয়ের সৌজন্যে ৩৯ বলে ৭৫ করেন তিনি৷ বেথ মুনির সঙ্গে প্রথম উইকেটেই ১১৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন আউট হওয়ার আগে৷ আর এদিনই শেফালির আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ২০০০ রান পূর্ণ হয়ে যায়৷