kolkata bengali news

ডেস্ক: ভরা ভোট বাজারে ডিগ্রি কাণ্ড পিছু ছাড়ছে না কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির ৷ কংগ্রেসর পর এবার বন্ধু দল মহারাষ্ট্র নব নির্মাণ সেনা(এম এন এস)৷ এনডিএর এই জোট সঙ্গী রাজ ঠাকরের দলও লোকসভা নির্বাচনের সময় বিজেপিকে রীতিমতো অস্বিস্ততে ফেলে দিল ৷ মঙ্গলবার এমএনএস কর্মী রুপালি পাতিল থোম্বারে পুনের আদালতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির নামে মামলা দায়ের করেছেন৷ বিচারপতি বিএস গায়কোয়ারের এজলাসে এই মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, স্মৃতি ইরানি ২০১৪ পর ফের আমেঠি কেন্দ্রে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন৷ গত লোকসভা ভোটে প্রবল মোদী ঝরেও কংগ্রেস সভাপতির কাছে এক লক্ষর বেশি ভোটে হেরেছিলেন৷ এবার গণ্ডগোল হয় তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ৷ তিনি গতবার নিজেকে স্নাতক বলেছিলেন৷ এবার স্বীকার করলেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ ৷ দুবার দুরকমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় উচ্চ শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি৷ আইন অনুসারে ভুয়ো শিক্ষাগত যোগ্যতার দায়ে তাঁর প্রার্তীপদ বাতিল হয়ে যেতে পারে ৷ কংগ্রেস ইতিমধ্যে এই নিয়ে মমলা করেছ৷ এবার সেই পথে হাঁটল এমএনএস৷

রাজের দলের মামলাকারী রুপালি সাফ জানান, ভুয়ো শিক্ষাগত যোগ্যতা দেখানোর দায়ে স্মৃতির প্রার্থীপদ বাতিল করা উচিত৷ এবার আমেঠিতে মনোনয়ন প্রার্থী জমা দেওয়ার সময় তিনি নিজেকে উচ্চ মাধ্যমিক পাশ বলে স্বীকার কেরেছন৷ অথচ ২০০৪ সালে তিনি ১৯৯৬ সালে দিল্লি বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক হিসাবে দেখিয়ে ছিলেন৷ তবে স্মৃতির বক্তব্য তিনি দূরশিক্ষায় দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হলেও পাঠ্যক্রম শেষ করতে পারেননি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here