Home Featured খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে ভারতীয় অলিম্পিক দলের সাথে দেখা করবেন মোদি

খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে ভারতীয় অলিম্পিক দলের সাথে দেখা করবেন মোদি

0
খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে ভারতীয় অলিম্পিক দলের সাথে দেখা করবেন মোদি
Parul

 

মহানগর ডেস্ক: টোকিও অলিম্পিক ২০২০ তে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রীড়াবিদদের সাথে ১৩ জুলাই দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেলোয়াড়দের উৎসাহ বর্ধন করতেই মোদির এই সৌজনয়সাক্ষাৎ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে।

সম্প্রতি প্রধানমন্ত্রী ভারতীয় খেলোয়াড়দের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন। ভারতের পক্ষ থেকে অলিম্পিকে অংশগ্রহণকারী কোনো খেলোয়াড়ের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই দিকটি ক্রীড়া মন্ত্রককে দেখতে পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী তাঁর রবিবারের বেতার অনুষ্ঠান ‘মন কি বাতে’ এবারের কিছু অলিম্পিক খেলোয়াড়দের অনুপ্রেরণাদায়ক কিছু গল্পও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন।

উল্লেখ্য এবারের অলিম্পিকে ভারতের ১২৬ জন খেলোয়াড় মোট ১৮টি পৃথক বিভাগে অংশ নিতে চলেছেন যা ভারতবর্ষের অলিম্পিকের ইতিহাসে একটি রেকর্ড। এবার সর্বোচ্চ ১০টি স্বর্ণপদক পাওয়ারও সম্ভবনা আছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ১৮ টি খেলার মোট ৬৯টি ইভেন্টে ভারতীয় প্রতিযোগীরা অংশ নেবেন যা এখনো অবধি সর্বোচ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here