ডেস্ক: ঠিক যেন ছাগলের পাল, একজনের দেখাদেখি যেন মূর্তি ভাঙার প্রতিযোগিতায় উন্মত্ত হয়ে উঠেছে গোটা দেশ। লেনিন, শ্যামাপ্রসাদ, আম্বেদকর, গান্ধি পেরিয়ে এবার সেই রোষের মুখে পড়ল খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি। তাও কিনা মোদীর বিশ্বস্ত সৈনিক যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় একটি শিবমন্দিরে অবস্থিত নরেন্দ্র মোদীর মূর্তির নাক ভেঙে গুঁড়িয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। গ্রামবাসীদের নজরে যখন মূর্তিটি আসে তখন নাক ভাঙা অবস্থায় পাওয়া যায় মূর্তিটিকে। দুষ্কৃতিরা কেন মূর্তিটি ভাঙল এই নিয়ে জল্পনা চলছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে শিবমন্দিরে মূর্তিটি স্থাপন করেন স্থানীয় বিজেপি নেতা ব্রজেন্দ্র নারায়ণ মিশ্র। শুক্রবার এই নিয়ে থানায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
ব্রজেন্দ্র নারায়ণ মিশ্রর ছেলে অলোক মিশ্র সংবাদমাধ্যমকে জানান, লোকসভা নির্বাচনের আগে গ্রামবাসীরা এসে সেখানে প্রার্থনা করতেন যাতে মোদী দেশের প্রধানমন্ত্রী হন। মোদী প্রধানমন্ত্রী পদে বসার পর অবশ্য সেই প্রার্থনা বন্ধ হয়ে গিয়েছে , কিন্তু মানুষের নিত্য যাতায়াত রয়েছে সেই মন্দিরে। মোদীর মূর্তির এই নাক ভাঙার ঘটনায় গ্রামবাসীরাও ব্যাথিত হয়েছেন বলে জানানো হয় সংবাদমাধ্যমকে। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা ওয়াকিবহাল নন। অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন।