news bengali

মহানগর ওয়েবডেস্ক: ঈদে উৎসবের জৌলুসের বদলে ছিল বিষন্নতার সুর। মসজিদে গিয়ে নামাজ পাঠের বদলে ধর্মপ্রাণ মুসলিমরা নিজের বাড়িতেই নামাজ পাঠ করলেন। লকডাউনের জন্য বাড়ির বাইরে পা রাখা বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য হয়নি ইসলাম ধর্মাম্বলী মানুষদের।

টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামিও নিজের বাড়িতেই ঈদ উদযাপন করলেন। আর তার মধ্যেই বিশেষ দিনের বিশেষ বিশেষ খাবার প্যাক করে কুরিয়ার করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার রবি শাস্ত্রীকে। শামি টুইটারে লিখলেন, “রবি ভাই তোমার জন্য সেমুই, ক্ষীর, আর মাটন বিরিয়ানি কুরিয়ার করলাম, দেখে নিও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে।”

শামির সৌজন্য বোধে মোহিত হয়েছেন শাস্ত্রী। তিনি শামির টুইটের উত্তরে লিখলেন, ” লকডাউন মিটলে সবাই মিলে একসঙ্গে খাব। আমি নিশ্চিত দলের সকলে সেমুইয়ের জন্য অপেক্ষা করে আছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here