Home Featured করোনায় বিশ্ব বিপর্যয়ের পর চিনে আবির্ভাব ‘Monkey’ ভাইরাসের! মৃত এক

করোনায় বিশ্ব বিপর্যয়ের পর চিনে আবির্ভাব ‘Monkey’ ভাইরাসের! মৃত এক

0
করোনায় বিশ্ব বিপর্যয়ের পর চিনে আবির্ভাব ‘Monkey’ ভাইরাসের! মৃত এক
Parul

মহানগর ডেস্ক: চিনে আবারো জানোয়ারের শরীর থেকে মানব দেহে ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটলো। বাঁদরের শরীর থেকে ভয়ানক মাঙ্কি বি ভাইরাসের সংক্রমণ ঘটায় মৃত এক পশু চিকিৎসক। এমনটাই খবর পাওয়া গিয়েছে চিনের গ্লোবাল টাইম সংবাদপত্রের মাধ্যমে।

ওই পশু চিকিৎসক মানব ব্যতীত অন্যান্য প্রাইমেটদের নিয়ে গবেষণা করছিলেন। একমাস আগে তিনি দুটি মৃত বাঁদরের দেহ ব্যবচ্ছেদ করেন। তার ফলে ওই বাঁদরের শরীর থেকে monkey-b ভাইরাসের সংক্রমণ ঘটে তার শরীরে। তার শরীরে বমি, জ্বর সহ আরো নানা ধরনের সংক্রমণ দেখা দেয়। অনেক হাসপাতালে চিকিৎসার জন্য ঘোরেন তিনি। অবশেষে গতকাল মারা যান।

প্রসঙ্গত মাঙ্কি বি ভাইরাসে চিনে এটাই প্রথম সংক্রমণ এবং মৃত্যু। চিনের সেন্টার ফর কন্ট্রোল ডিজিসেস এর পক্ষ থেকে জানানো হয়েছে ওই মৃতের আত্মীয়দের মধ্যে কারো শরীরেই সংক্রমণ মেলেনি। তারা আপাতত নিরাপদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here