ডেস্ক: চলতি বছর দেশজুড়ে তাপপ্রবাহ বাহিত হওয়ার আগেই কৃষকদের জন্য সুখবর বয়ে আনছে মৌসুমি বায়ু। জানা গিয়েছে, ইতিমধ্যেই সময়ের আগে কেরল পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে গোটা দেশে চার মাস ব্যাপী বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে। আগামি কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর ভারতেও এই মৌসুমি বায়ু অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর আগে অবশ্য জানিয়েছিল যে, পয়লা জুনই উপকূলবর্তী এলাকায় এসে পড়বে মৌসুমি বায়ু। কিন্তু সেই অনুমানে জল ঢেলে তার ৪৮ ঘণ্টা আগেই হাজির বর্ষা।
জানা গিয়েছে, কর্ণাটকের উপকূলবর্তী এলাকা ছাড়াও পশ্চিমবঙ্গের খাঁড়িতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢুকে যাবে প্রবল বর্ষা। এই কারণেই আগামী দেড় মাস জুড়ে বর্ষা যে নিজের জল দেশের বিভিন্ন কোণায় ঢালবে তাও জানিয়েছে মৌসুম বিভাগ। তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হবে বলে খবর।